তাজমহলকে ঘিরে বিবাদ আজকের নয়। ২০১৫ সালে আদালতে ৬ জন আইনজীবী মামলা দায়ের করে দাবি করেছিলেন তাজমহল আসলে ছিল একটি শিব মন্দির। ২০১৭ সালে BJP নেতা বিনয় কাটিয়ার একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন এবং তাঁকে স্বশরীরে তাজমহলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানান।
২০১৯ সালে BJP নেতা অনন্ত কুমার হেগড়ের দাবি ছিল আরও চাঞ্চল্যকর। তিনি দাবি করেছিলেন, তাজমহল আসলে শাহজাহান তৈরি করেননি, তিনি রাজা জয়সিনহার থেকে কেড়ে এনেছিলেন। এবার তাজমহলের ২০টি বন্ধ ঘরে কী রয়েছে জানতে এবার এলাহাবাদ হাইকোর্টে দায়ের হল একটি পিটিশন।
আগ্রা তাজমহলে বন্ধ কোন রহস্য লুকিয়ে রয়েছে তা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের দিয়ে তল্লাশি করে দেখার আর্জি নিয়ে লখনউ বেঞ্চের কাছে পিটিশন দাখিল করলেন এক BJP নেতা।
তবে একাংশের দাবি, তাজমহলের বন্ধ ঘরগুলির ভিতর হিন্দু দেবদেবীদের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। এই দাবির সত্যতা খোঁজার আর্জি নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় জনতা দলের অযোধ্যার মিডিয়া ইন-চার্জ ডঃ রজনীশ সিং। কেসটি আদালতের সামবে পেশ করেছেন অ্যাডভোকেট রুদ্র বিক্রম সিং।
ডঃ রজনীশ সিং বলেন, তাজমহলের ওই ২০ রুমে কী রয়েছে তা নিয়ে বহুদিন ধরেই চলে আসছে বিতর্ক। ওই ২০ ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের স্থির বিশ্বাস ওই ঘরগুলিতে হিন্দু দেবদেবী ও হিন্দু ভাস্কর্য তালাবন্ধ করে রাখা হয়েছে।
0 Comments