বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বক্সিরহাটে

  




মঙ্গলবার বক্সিরহাট থানার  অন্তর্গত সূর্য্যসংঘ মোড় এলাকার ঘটনা। এ দিন বক্সিরহাট-শালডাঙ্গা রাজ্য সড়ক ধরে চলার সময় চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি এক বন্ধন ব্যাংকের কর্মী সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে পায়ের ছাপের নমুকা সংগ্রহ করে আটিয়া মোচড় বনদপ্তরের কর্মীরা। পায়ের ছাপ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। যদিও এইসব এলাকায় অতীতে বাঘ বেরনোর তেমন কোনও নজির নেই।

Post a Comment

0 Comments