দ্রব্যমূল্য বৃদ্ধি ও ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল শুকারুর কুঠিতে

 



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে ও কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল ধাপড়াহাট বাজারে।


শুকারুর কুঠি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এদিনের এই মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, জাইদুল হক, এরশাদ মিয়া, হোসেন আলী, ফারুক মিয়া, পল্লব চ্ন্দ্র রায় সহ এই অঞ্চলের প্রায় ১ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী- সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিনের মিছিল থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে ধিক্কার ও ১০০ দিনের কাজের বকেয়া বিলের দাবিতে স্লোগান তোলেন।



মিছিল চলাকালীন শুকারুর কুঠি অঞ্চলের  তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জাইদুল হক বলেন, কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য ১০০ দিনের মজুরির টাকা দিচ্ছে না, ফলে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। 


অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা পল্লব চন্দ্র রায় বলেন, কেন্দ্র সরকার যেভাবে একের পর এক জনবিরোধী নীতি নিয়ে আসছে তার বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই মিছিল। 

Post a Comment

0 Comments