রাহুল চন্দ, বক্সিরহাট: সোমবার বক্সিরহাট থানার বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের ভান্ডিজেলাস গ্রামের ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃতের নাম জগদীশ রায় (৩০)। বাড়ি বক্সিরহাট সংলগ্ন অসমের ধুবড়ি জেলার ছাগোলিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় এদিন অসমের বাসিন্দা জগদীশ রায় ওই এলাকার এক বাড়িতে দিনমজুরের কাজ করতে আসে। যে বাড়িতে কাজ করতে আসে তাদের বেশ কিছু জমিতে রোয়া লাগানো হলেও কয়েকদিনের তীব্র দাবদাহে জল শূন্য হয়ে যায়। তাই সেই জমিতে জল সেচ করার জন্য জগদীশ রায় জমিতে বসানো পাম্প মেশিন চালু করতে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। তখনই সে কোনভাবে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে যান। দূর থেকে কয়েকজন গ্রামবাসী বিষয়টি দেখে সেখানে ছুটে যান খবর পেয়ে জমির মালিকও সেখানে যান। পরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। কিন্তু তার আগেই সেখানেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে বক্সিরহাট থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান। খবর পেয়ে অসম থেকে ওই ব্যক্তির পরিবারের লোকেরাও ছুটে আসেন গ্রামে। পুলিশ জানায় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
0 Comments