দরিবশ সীমান্তে বেআইনী ইয়াবা,ট্যাপেন্ডাডোল ট্যাবলেট ও মদ সহ এক যুবককে আটক করে দিনহাটা থানায় তুলে দিল বিএসএফ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা এক নম্বর ব্লকের গিতালদহ দরিবশ ভারত বাংলাদেশ সীমান্তে শনিবার রাতে বেআইনী ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্ডাডোল ট্যাবলেট ও মদ সহ এক যুবককে আটক করে। ওই যুবকের নাম ইয়ানুর রহমান, তার বাড়ি গিতালদহের জারিধরলা গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয় বেআইনী ২৩০০ টি ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১লক্ষ ৫০ হাজার টাকা ও ১০০০ টি ট্যাপেন্ডাডোল ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ হাজার টাকা এছাড়াও ৫ টি বিলেতি মদ উদ্ধার করা হয় যারা আনুমানিক বাজার মূল্য ৩৫৫০ টাকা। এমনটাই বিএসএফ ৯০ নম্বর ব্যাটালিয়নের তরফে জানানো হয়েছে। আজ রবিবার সন্ধায় ওই যুবককে বেআইনী ট্যাবলেট ও মদ সহ দিনহাটা থানার হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এই বিষয়ে দিনহাটা থানার তরফে জানানো হয়েছে আগামীকাল ওই যুবককে আদালতে পাঠানো হবে।
0 Comments