আলিনুর মন্ডল, বসিরহাট: একুশের বিধানসভা ভোটে একটি মাত্র আসন পায় ISF। বসিরহাটে প্রার্থী দিলেও একেবারে ধরাসায়ী হয়। ভোটে হারার পর দীর্ঘদিন যাবৎ বসিরহাট উত্তর বিধানসভায় ISF কার্য ক্রিয়া বন্ধ ছিল। ভোটে হারবার পরে কর্মীরা ভয়ের মধ্যে ছিল। কর্মীদের মনবল বাড়াতে এবং ত্রিস্তর পঞ্চায়েত ভোট কে সামনে রেখে এদিন শনিবার ৩টের নাগাদ বসিরহাট উত্তর বিধানসভা খোলাপোতা সোনার বাংলা অনুষ্ঠান গৃহে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গর বিধানসভা বিধায়ক ও আই এস এফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী,রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, উত্তর ২৪ পরগনার যুগ্ন-সম্পাদক মুসা কালিমুল্লাহ সহ একাধিক নেতৃত্ব।
এদিন কর্মীদের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী বলেন বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে আই এস এফ এর কর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে, আপনাদের মনে রাখতে হবে "মারের বদলা কখনো মার নয় " ভালোবাসা দিয়ে আমাদের জয় করতে হবে। আপনারা দিকে দিকে আই এস এফ এর আদর্শকে মানুষের সামনে তুলে ধরুন, দেখবেন একদিন মানুষ আই এস এফ এর ছত্রছায়ায় হাজির হবে।
নওশাদ সিদ্দিকি আরও বলেন, সাধারণমানুষ একটা শৃঙ্খলা পরায়ন জায়গায় আসতে চাইছে, আমাদের তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে।
নওশাদ সিদ্দিকী বলেন, আমি একা বিধানসভায় যদি ২৯১ জনের বিরুদ্ধে লড়াই করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। আপনারা শক্ত হয়ে থাকুন দেখবেন একদিন বিরোধী শক্তি হিসেবে কাছে মাথা নত করবে।আপনাদের খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ যাতে করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে আমাদের সংগ্রাম জারি থাকবে।
আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মীদের বিভিন্ন এলাকায় সংগঠনকে মজবুত করার নির্দেশ দেন।
0 Comments