সংবাদপত্র ডেস্ক, ১ অগাস্ট, ২০২২ঃ জল্পেশ যাওয়ার পথে কোচবিহার শীতলকুচির ১০ জন পুণ্যার্থীর মৃত্যু। জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সূত্রের খবর অনুযায়ী, একটি পিকআপ ভ্যানে আনুমানিক ১৫ থেকে ২০ জন পূণ্যার্থী এদিন জল্পেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
শীতলকুচি থেকে যাত্রা শুরু হয় তাঁদের। চ্যাংরাবান্ধা ধরলা সেতু অতিক্রমের পরই এই দুর্ঘটনার শিকার হন পুণ্যার্থীরা।তৎক্ষনাৎ গাড়ির চালক অসুস্থ পুণ্যার্থীদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় ছয়'জনকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয়েছে।এই খবর জানাজানি হতেই রীতিমতো শোকের ছায়া নেমেছে পরিবারে। একইসাথে এতজন পুণ্যার্থীর দুর্ঘটনায় মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
0 Comments