নিমাই চাঁদ, আলিপুরদুয়ার: স্বজন পোষণ দুর্নীতির বিরুদ্ধে এলাকায় মিছিল করে কুমার গ্রামের বিডিওকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। এদিন কুমারগ্রামের দিক থেকে এবং পাগলাহাট থেকে দুটি পৃথক মিছিল বিডিও অফিসে পৌঁছায়। তারপর দলের কয়েকজন প্রতিনিধি বিডিও অফিসের ভিতরে ঢুকে ১৫ দফা দাবি-দাবা আধিকারিকদের হাতে তুলে দেন বলে জানা যায়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সহ-সভাপতি বাবুলাল সাহা, জেলা সম্পাদক সুনীল মাহাতো, বিপ্লব দাস, ২নং মন্ডল সভাপতি ললিত দাস সহ বিজেপির নেতা-কর্মীরা।
0 Comments