বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী ১২ ও ১৩ আগষ্ট ২০২২ দু'দিন ব্যাপী BALA নামক Project টিকে বাস্তবায়িত করল দিনহাটা পশ্চিম চক্রের অধীনস্থ দিঘলটারী চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়।
ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সু-পরামর্শে নিজ হাতে তাদের অভিনবত্ব কার্যকলাপ ফুটিয়ে তোলে। সামনেই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে মাথায় রেখেও কিছু অভিনবত্ব কর্মসূচি নেয়া হয়। বিদ্যালয় শ্রেণি কক্ষের দেয়ালে বিভিন্ন স্বাধীনতা সৈনিকের ছবি এবং দেশাত্মবোধক ছবি আঁকার পাশাপাশি ভারতের মানচিত্র আঁকে ছাত্র-ছাত্রীরা। তিন রঙের বেলুন দিয়ে সেজে ওঠে পুরো বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম সাহা জানান, "দুই দিন ধরে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা আমাদের কাছে পরামর্শ নিয়ে যেভাবে এই অভিনব BALA প্রোজেক্টিকে সফল করল তাতে আমরা সকল শিক্ষকেরা ভীষণ খুশি।"
ছাত্র-ছাত্রীদের সফল জীবন কামনা করেন বিক্রম বাবু।
0 Comments