দিনহাটা, ২৪ আগস্ট: এদিন এই পথসভায় বক্তব্য রাখেন DYFI জেলা সম্পাদক সুধাংশু প্রামাণিক, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড শুভ্রালোক দাস,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দেবপ্রিয়া আচার্য্য, লোকাল কমিটির সদস্য টুটুল সরকার। এই পথসভায় সভাপতিত্ব উজ্জ্বল গুহ। আজকের এই সভা থেকে বিজেপি ও তৃণমুলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য থেকে এই সরকার কে উৎখাত করার ডাক দেন যুব নেতৃবৃন্দ।পাশাপাশি সমস্ত নিয়োগ দূর্নীতি বন্ধ করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে নিয়োগের দাবি তোলেন তারা।
মূলত আগামী ২৮ শে আগষ্ট ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর পশ্চিমবঙ্গ রাজ্য যুবতী কনভেনশন অনুষ্ঠিত হবে কোচবিহার শহরে।সাথে সাথে তৃণমূল এর ঘুষখোর নেতা মন্ত্রীদেরগ্রেপ্তার ও স্বচ্ছভাবে নিয়োগের দাবীতে আগামী ২৯ আগষ্ট, বেলা ১২ টায় কোচবিহারে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজ এই পথসভা বলে জানা গিয়েছে।
0 Comments