বক্সিরহাটে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার! ধৃত ১

 



 ফের বড়সড় সাফল্য বক্সিরহাট পুলিশের। রবিবার অসম - বাংলা সীমানায় বালাকুঠি জাতীয় সড়ক এলাকায় নাকা চেকিং চালিয়ে পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ বোঝাই লরি । কাঠ পাচারের অভিযোগে ধৃত ১ লরি চালক। 


পুলিশ সূত্রে খবর, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে, জোরাই মোড়, বালাকুটি এলাকায় নাকা চেকিং চালিয়ে, অসম থেকে বাংলায় প্রবেশের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ বোঝায় একটি ভিন রাজ্যের লরি, আটক করে বক্সিরহাট থানার পুলিশ। কাঠ পরিবহনের বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় চালককে। এই বিপুল পরিমাণ কাঠ অসমের গৌহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। মোট ৬০৯ সেফটি সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।

Post a Comment

0 Comments