নিজস্ব সংবাদদাতা, সাহেবগঞ্জ: উল্লেখ্য গত ২৬ জুলাই নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর গ্রামে ভাইপোর বন্দুকের গুলিতে মৃত্যু হয় কাকা মমিনুল সরকারের। জমি বিবাদকে কেন্দ্র করেই গুলি চালায় ভাইপো বাপ্পা হক। এই ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা হককে গত ১২ আগস্ট দেওয়ানহাট থেকে বাপ্পা গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৩ আগস্ট তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। শুক্রবার বিকেলে পুলিশ হেফাজতে থাকায় মূল অভিযুক্ত বাপ্পা হককে সঙ্গে নিয়ে এসে নাজিরহাট সংলগ্ন এলাকা থেকে গুলিকাণ্ডে ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এমনটাই সাহেবগঞ্জ থানা সুত্রে জানানো হয়েছে।
0 Comments