৬০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রি!



নিমাই চাঁদ, বারবিশা: রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ৬০ টাকার রাতের খেলার ডিয়ার লটারি কেটে বাড়ি ফেরেন  নবীন দাস(৩৫)। আলিপুর দুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের ভলকায়  তার বাড়ি। 


তিনি জানান, কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পাকরীগুরী থেকে লটারি কাটেন তিনি।বাড়িতে ফিরে বিশ্রাম করার সময় মোবাইল ফোনে রেজাল্ট মিলাতেই চক্ষু চরক গাছ হয় ওঠে নবীন বাবুর। ঘটনার খবর জানা জানি হতেই বারোবাশা পুলিশ আউট পোস্টে সুরক্ষার জন্য হাজির হন তিনি।

Post a Comment

0 Comments