দিনহাটা দুই নং ব্লকের শুকারুর কুটি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও বি.ও.পি SABRI , D COMPANY ১৩৮ নং ব্যাটিলিয়নের বিএসএফ জওয়ানদের তরফ থেকে শুকারুর কুঠি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে নিয়ে আগাম পালন করা হল শিক্ষক দিবসের অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন সহ অন্যান্য সহ শিক্ষকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট এস.এস যাখার, BOP-১ম খন্ড সেউটির কোম্পানি কমান্ডেন্ট সিয়া রামজি, মো: রফিকুল মোল্লা সহ সেফ ইন্ডিয়ার সংস্থার তিন সদস্য।
ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ডেপুটি কমান্ডেন্ট এস.এস যাখার। এছাড়াও তিনি ডাক্তার সর্বপল্লী রাধা কৃষ্ণাণের জীবনী নিয়ে আলোকপাত করেন। চোরাচালান রোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে বিএসএফের তরফে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সামনে সারা ভারতজুড়ে বিএসএফ যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সেগুলি নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আগামীতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও তরুণ প্রজন্ম কী করে দেশ সেবার মতো মহান ব্রোতে সুযোগ নিতে পাবে, সে বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।
আজকের অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে কী বললেন শুকারুর কুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক? শুনব......
0 Comments