আলিনুর মন্ডল, বসিরহাট: আজ শিক্ষক দিবস (Teachers' Day), এই দিনে জেলায় জেলায় শিক্ষক দিবস পালন করে পড়ুয়ারা। শিক্ষকদের নানান রকম উপহার দেওয়ার চলও রয়েছে গত কয়েক বছর ধরেই। এবার বসিরহাটের শ্রীনগর আদর্শ পঞ্চপল্লী হাইস্কুলে ছাত্রছাত্রীরা অভিনবভাবে পালন করল শিক্ষক দিবস। স্কুলের পড়ুয়ারা এদিন স্কুলের ক্লাস নেন। এভাবেই ছাত্র-ছাত্রীদের মনে শিক্ষক হওয়ার বাসনা জাগে।
অভিনব ভাবে শিক্ষক দিবস পালিত হলো বসিরহাটের শ্রীনগর আদর্শ পল্লী হাই স্কুলে।
স্কুলের পড়ুয়ারা এদিন প্রথম ও দ্বিতীয় ক্লাস পরিচালনা করে।
বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষন ক্লাস করেন ছাত্র-ছাত্রীরাই।
পড়ুয়াদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষক শিক্ষিকারা।
মধ্যশিক্ষা পর্ষদ অনুমতিপ্রাপ্ত বাংলা মাধ্যমের এই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী মিলিয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১৫০০জন এবং শিক্ষক শিক্ষিকারা সংখ্যা প্রায় ২০ জনের অধিক।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। এই দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁর জন্মদিনটাই দেশজুড়ে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, দার্শনিক। পাশাপাশি একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং স্নেহপরায়ণ শিক্ষকও ছিলেন। তিনি তাঁর ছাত্র-ছাত্রীদের ভীষণ স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর জন্মদিন পালন করার অনুমতি চাইলে তিনি বলেছিলেন, তাঁর জন্মদিনের বদলে যেন শিক্ষক দিবস পালন করা হয় এই দিনটিতে। সেই থেকেই এই দিন শিক্ষক দিবস পালিত হয়ে আসছে৷
1 Comments
But as Gibson Dunn attorneys argued in a 2020 New York Law Journal op-ed, the Legislature had the authority to go further under the 2013 constitutional modification. As our attorneys explained, the Legislature might enact legislation legalizing online sports activities wagering for 코인카지노 2 reasons. Second, online sports activities wagering may be performed “at” a certified on line casino. As our attorneys explained, a wager is nothing more than a contract, and under well-established New York law, a contract is made the place the contractual provide is accepted. When a cellular sports activities bettor in Manhattan, for instance, asks to place a wager by entering her bet into an app or website, that request constitutes a contractual provide. So long as the acceptance of the Manhattanite’s bet and supreme placement of the wager occurs at a server located at a duly approved on line casino, online sports activities betting may be deemed to have occurred “at” a on line casino.
ReplyDelete