নিজস্ব সংবাদদাতা, দিনহাটা; রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বিপুল সংখ্যায় জনসমর্থন পেতে মাঠে-ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূলের নেতৃত্বরা। এছাড়াও তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরাও দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করছে। রবিবার বিকাল ৪ টায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দিনহাটা ২নং ব্লকের গোবরাছড়া-নয়ারহাট অঞ্চলের আবুতারা উচ্চ বিদ্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এদিন এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য, INTTUC-এর ব্লক সভাপতি মিলন সেন, গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম, হারিজ মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা।
তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মিলন সেন বলেন, দলকে শক্তিশালী করতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। বিরোধীরা যাতে প্রার্থী খুঁজে না পায়, তার জন্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আগামী ২২ জানুয়ারি শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন রয়েছে, সেটা সফল করতে কর্মীদের যোগ দেওয়ার জন্য আহ্বান করছি।
0 Comments