প্রাথমিক টেটের ফল জানতে হতে পারে অসুবিধা। একইসময় ওয়েবসাইটে বেশি ট্রাফিকের কারণে এই সমস্যা হতে পারে।তাহলে উপায়? জেনে বিস্তারিত-
পরীক্ষার মাত্র দুমাসের মধ্যে প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পারবেন রেজাল্ট। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করা হয়। আজ বিকেল 3 টার পরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।
গত 11 ডিসেম্বর রাজ্য জুড়ে সম্পন্ন হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষা। প্রায় 5 বছর অপেক্ষার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পরীক্ষার আয়োজন করা হয়। প্রায় 11 হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়। যেখানে প্রায় 7 লাখ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছিলেন। এরপর দুই মাসের মধ্যেই আজ ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করা হবে। এই প্রথম এত কম সময়ের ব্যবধানে টেটের ফল প্রকাশ করা হতে পারে।
প্রসঙ্গত, গতকালই প্রাথমিকের টেটের চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্নপত্রের সঠিক উত্তর কী হবে, সেবিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করে পর্ষদ। বৃহস্পতিবার গভীর রাতে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশিত হয়েছে। তারপরেই শুক্রবার সংশ্লিষ্ট টেটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জল্পনা শুরু হয় । অবশেষে চূড়ান্ত উত্তরপত্রের ভিত্তিতেই আজ প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ। wbbpe.org এবং wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইট থেকে ৩টার পর থেকেই জানা যাবে প্রাথমিকের টেটের ফল।
অন্যদিকে, এরই মধ্যেই 2014 ও 2017 সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। গত 27 ডিসেম্বর 200 জন কলকাতা জেলার পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হয়। এরপর গত 11 ও 13 জানুয়ারি আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে এবং 14 জানুয়ারি দক্ষিণ দিনাজপুরে ইন্টারভিউ হয়। এবার 2022 সালের টেটের প্রকাশ করছে পর্ষদ।
যদিও টেটের ফলাফলের সঙ্গে প্রার্থীদের চাকরির নিয়োগপত্র পাওয়ার কোনও যোগ নেই। সেক্ষেত্রে নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি বের করা হয়। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীকালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে টেট উত্তীর্ণরা সেই নিয়োগে আবেদন জানাতে পারাবেন।
অধীর আগ্রহে ফল জানার অপেক্ষায় বসে রয়েছেন পরীক্ষার্থীরা।
0 Comments