সংবাদপত্র ডেস্ক,২৪নভেম্বর ২০২৪ঃপ্রত্যাশা থেকে অনেকটা এগিয়ে তৃণমূল আর অনেকটা পিছিয়ে বামশক্তি। যে বাম শক্তি ৩৪ বছর বাংলায় ছিল অপরাজেয় তাদের কি এমন ঘটনা ঘটলো যে মানুষ সরাসরি তাদের প্রত্যাখ্যান করলো। আরেকটু স্পষ্ট করে বলে যায়, মানুষ নিজের চোখে দেখেছে তৃণমূলের দূর্নীতি - কয়লা থেকে নিয়োগ দূর্নীতি, রেশন থেকে আবাস দূর্নীতি।
তবুও মানুষ উজাড় করে ভোট দিয়েছে তৃণমূলকে। উল্টোদিকে ৩৪ বছরের বাম শাসনে দূর্নীতি ছিল - তা মানুষ জানে। মানুষ এটাও জানে সেই ৩৪ বছরের দূর্নীতির তুলনায় তৃণমূল শাসনের ১২/১৩ বছরের দূর্নীতি বেশ কয়েক গুণ বেশি। মানুষ সবটা জেনেই কিন্তু বাম শক্তিকে প্রত্যাখ্যান করে উজাড় করে ভোট দিয়েছে তৃণমূলকে। প্রশ্ন - কেন? এর থেকে কি বাঙালির আদর্শহীনতা, মনের অসততা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমি জানি যে মিস্টার 'এক্স' আসলে চোর দলের এক প্রতিনিধি, অসৎ - তবুও তাকেই আমি চাই। এমন অনেক প্রশ্ন সামনে এসেছে। উত্তর খুঁজেছেন সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
0 Comments