জলের দাবিতে পুরসভার রাস্তা করতে আসা গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম আটকে দিলো ক্ষিপ্ত এলাকাবাসী!

সংবাদপত্র ডেস্ক,২১নভেম্বর ২০২৪ঃ জলের দাবিতে পুরসভার রাস্তা করতে আসা গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম আটকে দিলো ক্ষিপ্ত এলাকাবাসী! পাশাপাশি বিক্ষোভ কাউন্সিলরকে ঘিরে 




 নদীয়া:- আগে বাড়ি বাড়ি পানীয় জল, পরে রাস্তা। এই দাবিতে শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের বিক্ষোভে থমকে গেলো  পুরসভার রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীদের দাবি, দু দুবার কাউন্সিলর প্রশান্ত বিশ্বাসকে জয়লাভ করানোর পরে দীর্ঘদিন ধরে পুরসভা এবং কাউন্সিলরের বাড়ি দরবার করে তবে মিলেছে রাস্তা। তবে এই রাস্তা হয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না। জলের জন্য আবেদন করা রয়েছে প্রায় বছরখানেক আগে। অন্যান্য ছোট রাস্তায় বসবাসকারী মানুষজনের জলপরী সেবা পেলেও কোন এক অদৃশ্য কারণে এই  গলিতে বসবাস করা প্রায় ৩০-৩৫ ঘর বিনামূল্যে জল পরিষেবা থেকে বঞ্চিত। এই রাস্তা হয়ে গেলে কাউন্সিলরের কথা অনুযায়ী আগামী দু-চার মাসের মধ্যে কানেকশন দেওয়ার সময় আবারও গর্ত খুঁড়তে হবে। কাটা যাবে, রাস্তার বড় একটি অংশ। তাই এলাকাবাসীর দাবি আগেভাগেই বাড়ি বাড়ি কালেকশন দেওয়া হোক জলপরিসেবা। দরকার হলে দুই এক মাস প্রতীক্ষা করা যাবে।

অন্যদিকে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস বলেন এই মুহূর্তে পুরসভার ৩০০ ফুট মোটা পাইপ দেওয়ার ব্যায় বরাদ্দ নেই। তাই দেওয়া সম্ভব হচ্ছে না তবে অবিলম্বে এই কাজ সম্পূর্ণ হবে। যদিও তিনি এ বিষয়ে বলেন বিরোধীদের মামলার জন্যই নাকি থমকে রয়েছে পুরসভার জলপরিসেবা  দেওয়ার নতুন সংযোগের কাজ। আর তাতেই এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, পুরসভার পক্ষ থেকে রাস্তা তৈরীর সরঞ্জাম সহ গাড়ি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলে তা আটকে দেন এলাকাবাসী ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, এরপর কাউন্সিলর চলে গেলে এলাকার মানুষজন পাহারা দিয়ে রেখেছেন ওই রাস্তা তৈরীর সরঞ্জাম এবং গাড়ি ছাড়বেন না যতক্ষণ না তাদের রাস্তার তলা দিয়ে মোটা পাইপ ফেলা হচ্ছে

Post a Comment

0 Comments