ডুয়ার্সে বন বিড়ালের শাবককে কেন্দ্র করে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো।

সংবাদপত্র ডেস্ক,২২নভেম্বর ২০২৪ঃ ডুয়ার্সে বন বিড়ালের শাবককে কেন্দ্র করে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন সেরিকালচার অফিস চত্বরের ঘটনা। এদিন সকালে শ্রমিকেরা ওই এলাকায় কাজ করার সময় ঝোপের মধ্যে ওই বন বিড়ালের শাবকগুলিকে দেখতে পায়।






 খবর চাউর হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে ওই এলাকায় কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের তরফে শাবকগুলিকে তাদের জায়গায় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রমিলা ছেত্রী নামে এক শ্রমিক প্রথমে ওই শাবকগুলোকে দেখতে পায়। তিনি বলেন, কাজ করার সময় ঝোপের মধ্যে ওই শাবকগুলিকে দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আতঙ্কে ওই এলাকায় কাজও বন্ধ করে দেই। এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান ও খরিয়ার বন্দর জঙ্গল। এর আগেও ওই এলাকায় চিতা বাঘের দেখা পাওয়া যায়।তাই ধএদিন বনবিড়ালের শাবকগুলিকে দেখে চিতা বাঘের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে।


Post a Comment

0 Comments