সংবাদপত্র ডেস্ক,১৯ নভেম্বর ২০২৪ঃ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার দাবি কে এই ভাবেই নস্যাৎ করে দিলেন মেয়র ও পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পাল্টা দাবি আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যের ছবি কে সামনে রেখেই জয়লাভ করে থাকি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি থাকবে না। তখন যারা এই সব কথা বলছেন তারা বুঝতে পারবেন।
গতকাল বেলডাঙা বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক করার প্রয়োজন বলে দাবি তুলে ছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডেপুটি সি এম বা মন্ত্রিত্বে রাখা হোক। মঙ্গলবার তার এই দাবি খারিজ করে ফিরহাদ হাকিম জানান অভিষেক আমাদের সন্তানের মত যখন সময় আসবে তখন সে হবে। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বাদ দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশে বলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কে সামলানোর জন্য যথেষ্ট দক্ষ এবং পারদর্শী বলে জানালেন মেয়র তথা মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম। এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর 108 তম জন্মবার্ষিকী উপলক্ষে আইটিসি পার্কে তার মূর্তিতে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থা পৌর সচিব স্বপন কুমার কুণ্ডু। কলকাতা পৌর সংস্থা আয়োজিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন মণিপুরের ঘটনা নিয়ে ও সরব হন মেয়র। তার অভিযোগ একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি জাতীয়করণ করেছিলেন। আর বর্তমানে একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিজের ঘনিষ্ঠ শিল্পপতি দের হাতে সরকারি সম্পত্তি কে বেসরকারীকরণ করে দিচ্ছেন বলে অভিযোগ তুলেন তিনি। এদিন শিয়ালদহ স্টেশনে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন যে শুধু এখনে নয় দেশের চারদিকে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে একটা এই রকম সরকার চলছে যারা মানুষ কে দমন পীড়ন করার নীতি নিয়ে চলে। একটি সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা। মানুষের সঙ্গে মানুষ কে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন তিনি।
0 Comments