এবার রাজ্যপালের আক্রমনের কেন্দ্রে কলকাতা পুলিশ


সংবাদপত্র ডেস্ক,১৯ নভেম্বর ২০২৪ঃ  কলকাতা পুলিশের কার্যক্রম নিয়ে গত কিছুদিন ধরেই উস্মা প্রকাশ করে চলেছেন রাজ্যপাল আনন্দ বোস। এবার আরও এক পা এগিয়ে বললেন,পুলিশ দুর্নীতিগ্রস্থ। রাজ্য সরকার মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মঙ্গলবার বিকেলে রাজভবন থেকে এক বিজ্ঞাপ্তি জারি করে একথা বলা হয়েছে।



  কলকাতার একের পর এক জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। বিহার থেকে দুষ্কৃতীরা এসে থাকছে কলকাতার একাধিক জায়গায়। এই কথা জানা যাচ্ছে। অতি সম্প্রতি কসবার তৃণমূল কাউন্সিরের উপর হামলা হয়। প্রকাশ্য রাস্তায় তার দিকে গুলি ছোঁড়া হয়। ওই ঘটনাতেও বিহারের যোগ আছে বলে খবর৷ সেই অবস্থায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বের একটা অংশের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদ সৌগত রায়ও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট। এরমধ্যে আবার এক তৃণমূল বিধায়ক অভিষেককে পুলিশ মন্ত্রী করার পরামর্শ দিয়েছেন। আর সেই সুযোগে বিবৃতি দিলেন রাজ্যপাল। রাজ্যপাল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন। পুলিশ দুর্নীতিগ্রস্থ। রাজ্য সরকার মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি কর কাণ্ডের পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যপাল নিজে কলকাতা পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন৷ আরজি কর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন ধৃত সঞ্জয় রাই । কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সে। সব মিলিয়ে এখন পরিস্থিতি যে বেশ জটিল তা বলার অপেক্ষা রাখে না।


Post a Comment

0 Comments