জিৎকে নিয়ে আবার বাংলা ছবি বানাতে চান বলি পরিচালক নীরজ ।

সংবাদপত্র ডেস্ক,২২নভেম্বর ২০২৪ঃ নীরজ পান্ডে ও জিৎ বেশ মিল খেয়ে গেছে। তাই নীরজ আবার জিৎকে নিয়ে বাংলা ছবি বানানোর কথা ভাবছেন। এবার আরও একবার জিৎ-এর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করলেন বলিউডের পরিচালক-প্রযোজক নীরজ পাণ্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে হিন্দি নয়, এবার বাংলা ছবি বানাতে চাইছেন নীরজ। সম্প্রতি  এক সাক্ষাৎকারে নীরজ বলেন, ‘জিৎ-এর ফোনের অপেক্ষায় আছি।’ আমাদের মনে আছে চলতি বছরের-ই জুনে নীরজ পাণ্ডের ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ের শুটিং করেছেন জিৎ। খোদ কলকাতার বুকে শ্যামবাজার এলাকাতেই হয়েছে শ্যুটিং। পুলিশের ভূমিকাতে অভিনয় করেন জিৎ। সাদা শার্ট আর নীল জিন্স পরে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সেসময় সুপারস্টারকে দেখতে শ্যামবাজারের রাস্তায় উপচে পড়েছিল ভিড়। আবার এই দুই তরকার মিলন ঘটতে চলেছে।




  নীরজ কবে আবার বাংলা ছবি বানাবেন? এমন প্রশ্নর উত্তরে নীরজ বলেন, 'তাড়িতাড়িই করতে চাই। আমি এখনও জিৎ-এর ফোনের অপেক্ষায় আছি। ওকে আকে একটা ভালো বিষয় বাছতে হবে।’ আর নীরজের এই কথাতেই বেশ বোঝা যায়, জিৎ-কে নিয়ে পরবর্তী বাংলা ছবি বানাতেন ইচ্ছুক তিনি। টলিউড বাংলা বক্স অফিসের ফেসবুকের পাতায় উঠে এসেছে নীরজের সেই সাক্ষাৎকারেক সেই অংশটি। প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে জিৎ-কে নিয়েই 'দ্য রয়্যাল বেঙ্গল টাইগার' ছবিটি বানিয়েছিলেন নীরজ। তবে সেই ছবির পরিচালক তিনি ছিলেন না। ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক ছিলেন তিনি। ছবিটির পরিচালনা করেছিলেন রাজেশ গঙ্গোপাধ্যায়। বাংলা, হিন্দি, তামিল সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছিল 'দ্য রয়্যাল বেঙ্গল টাইগার'। সেই ছবিতে জিৎ ছাড়াও ছিলেন আবির চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় বরুণ চন্দ, চন্দন সেনের মতো অভিনেতারা। বক্স অফিসে ভালো ব্যবসা দিয়েছিলো ছবিটি। তাই জিৎ ভক্তরা আবার এই জুটির নতুন ছবির জন্য অপেক্ষা করছেন।


Post a Comment

0 Comments