তৃণমূল কাউন্সিলর কাটমানি খেয়ে অবৈধ নির্মাণ কার্যে মদত দিচ্ছে দাবি বিজেপির।

সংবাদপত্র ডেস্ক,২১নভেম্বর ২০২৪ঃ বন্ধ হয়েছিল  অবৈধ পুকুর ভরাটের কাজ,ফের শুরু ভরাট কার্য,তৃণমূল কাউন্সিলর কাটমানি খেয়ে অবৈধ নির্মাণ কার্যে মদত দিচ্ছে দাবি বিজেপির।





পাম্প চালিয়ে দিনেদুপুরে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছিল তমলুকের ১১ নং ওয়ার্ডে,স্থানীয়দের অভিযোগ পুকুর ভরাট করে সেখানে নার্সিং হোম তৈরির পরিকল্পনা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর  তমলুকের ১১ নং ওয়ার্ডে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে একটি ১ বিঘা জমির ওপর একটি পুকুর রয়েছে দীর্ঘদিন।১০০ বছরের বেশি পুরোনো পুকুরটি স্থানীয় প্রায় ২০ টির বেশি পরিবার ওই পুকুরের জল ব্যবহার করেন।স্থানীয়দের দাবি পাম্প চালিয়ে শুকনো করে পুকুরটির ওপর নির্মাণ কাজ চালু হবে।কলকাতা টিভির খবরের পর তৎপর প্রশাসন বন্ধ করে দিয়েছিল কাজ। ফের ৩ দিনের মধ্যেই ভরাট কাজ শুরু করেছিলেন তিনি ।এ বিষয়ে যিনি পুকুর টির বর্তমান মালিক তার দাবি পুকুরটির দীর্ঘদিন সংস্কারের কাজ হয়নি তাই শুধু তিনি পুকুর সংস্কারের কাজ এ নেমেছেন মাত্র।তিনি এও উল্লেখ করেন স্থানীয় কাউন্সিলর তাকে অনুমতি দিয়েছেন কাজের ।যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর গৌতম পালের দাবি  পুকুর সংস্কারের কাজ চলছে । পার বাধানোর বাইরে কিছু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান ব্যাপার টি তার নজরে আসার পরে প্রশাসনের সাহায্যে কাজ বন্ধ করিয়ে দিয়েছেন।তবে বিজেপির দাবি সম্পূর্ণ ঘটনাটিতে তৃণমূলের প্রত্যক্ষ হাত রয়েছে,তৃণমূল নেতারা কাটমানি খেয়ে অবৈধ কাজে মদত দিচ্ছে


Post a Comment

0 Comments