আজকের আবহাওয়া

সংবাদপত্র ডেস্ক,২৮নভেম্বর ২০২৪ঃ ফেঙ্গাইলের প্রভাব কিছুটা হলেও পড়েছে বাংলায়। ফলে এক লাফে বাংলার তাপমাত্রা কিছুটা বেড়েছে। বাতাসে ঢুকেছে অনেকটা জলীয় বাষ্প। 




  বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহান্তে উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ৩০ ও ১ তারিখ। পয়লা ডিসেম্বর একদম হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ফেঙ্গালের পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এ রাজ্যে। জলীয় বাষ্প ক্রমাগত ঢুকতে শুরু করায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে ক্রমাগত। কার্যত শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাইল। ফলে আরও ২/৩ দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। 


  ইতিমধ্যে তামিলনাড়ু উপকূলে ফেঙ্গাইল আছড়ে পড়েছে। যতটা ভাবা হয়েছিল ঠিক ততটা ভয়ঙ্কর হয় নি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি।রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা। বাঁকুড়ায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দমদমে আজ ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ডিসেম্বরের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বলেই সূত্রের খবর।


Post a Comment

0 Comments