আজকের আবহাওয়া ২০ ডিসেম্বর,২০২৪

সংবাদপত্র ডেস্ক,২০ ডিসেম্বর ২০২৪ঃ ঠান্ডা অনেকটাই কমে গেছে। হঠাৎ শীত উধাও হওয়ায় মানুষের মন খারাপ। তবে এটা স্থায়ী নয়। এই মুহূর্তে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে।



  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে শুক্রবার জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটির মোড় ঘুরে গিয়েছে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে আজ বাংলার ৮ জেলায় বৃষ্টি হতে পারে। আগামিকাল সেই বৃষ্টি বাড়তে পারে। এরপর আবার কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। ২০ ডিসেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে। এদিকে ২০ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। ২০ তারিখ উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে। তবে কোথাও কোনও বৃষ্টি হবে না। 

এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা কি না স্বাভাবিক। এছাড়া কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি ওপরে। আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এরপর ২১ ডিসেম্বর বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এদিকে ২১ ডিসেম্বর ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। 


   ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যে ২৩ তারিখ পর্যন্ত বাংলার কোনও জেলায় তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন আসবে না। তবে ২৩ তারিখের পর থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে।


Post a Comment

0 Comments