আজকের আবহাওয়া ১৯ ডিসেম্বর,২০২৪

সংবাদপত্র ডেস্ক,১৯ ডিসেম্বর ২০২৪ঃ আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ। ফলে গত দুদিন ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। আর তার ফলেই শীত অনেকটাই চলে গেছে। 



    আজ, বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে বৃষ্টি শুরু হতে পারে। শনিবারও ভিজবে বঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর অভিমুখ তামিলনাড়ুর দিকে। ফলত এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না এ রাজ্যে। তবে পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। শুক্রবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ অবশ্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘন্টায় আরও পারদ চড়বে রাজ্যে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না কোথাও। 


  অন্যদিকে উত্তরবঙ্গে কিছুটা বেড়েছে তাপমাত্রা। দিনের বেলায় উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরের (North Bengal Weather) রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ শুষ্ক থাকবে আবহাওয়া। আগামীকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা।


Post a Comment

0 Comments