সংবাদপত্র ডেস্ক, 09 জানুয়ারি , 2025: গত কয়েকদিন ধরেই সেই একই অবস্থা। সকালের দিকে বেশ কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা করছে। ঠান্ডাও বাড়ছে।
বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব অসমের উপরে একটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর আর একটি রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার উপরে। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়বে না এ রাজ্যে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোনো জেলাতেই বৃষ্টি হবে না। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রার আরও কিছুটা পতন ঘটবে। বাঙালি আরও কিছুদিন ঠান্ডা উপভোগ করবে। হাওয়া অফিস জানাচ্ছে,কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে আরও নামবে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত ঠান্ডার দাপট থাকবে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কুয়াশার প্রভাব বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে।
0 Comments