সংবাদপত্র ডেস্ক, 14 জানুয়ারি , 2025: আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই প্রবল ঠান্ডা। এ বার সেই ধারণা আর নেই। সেই অর্থে আজ তেমন ঠান্ডা নেই। তাহলে কি এবারের মত বিদায় নিল উইন্টার? এই প্রশ্নই এখন ঘোরাঘুরি করছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather) মনে। তবে এখনই লেপ-কম্বল গুটিয়ে রাখার সময় আসেনি বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আবার ঠান্ডার একটা ধাক্কা আসবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে আপাতত রেহাই পাবে বাংলা। এ রাজ্যে ঘূর্ণাবর্তের প্রভাব হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। আজ পৌষ সংক্রান্তির দিন শীতের আমেজ আরও কমবে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। এরপর বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি মত তাপমাত্রা নামবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তালিকায় পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল তাপমাত্রা একই রকম থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলায় কুয়াশার দাপট থাকবে। পাহাড়ে কুয়াশার সতর্কতা আছে।
0 Comments