প্রায় মাসখানেক আগে নাজিরহাট ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে 'অনাস্থ'র ডাক দিয়েছিল ৯ পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ ছিল অঞ্চল প্রধানের কার্যকলাপ নিয়ে।
তাঁরা আভিযোগ করেন, অঞ্চলের কাজ সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান রেহানা সুলতানা একাই নিতেন। এক্ষেত্রে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের কিছু জানানোর প্রয়োজন মনে করতেন না। সম্পূর্ণ অন্ধকারে রাখতেন অন্যান্য সদস্যদের। একশ দিনের কাজ নিয়েও অভিযোগ তুলেছেন এই ৯ পঞ্চায়েত সদস্য। এরপর পঞ্চায়েত সদস্যরা লিখিত আবেদন জানান বিডিও'কে। কিন্তূ গতকাল সেই ৯ জন পঞ্চায়েত সদস্য বিডিও অফিসে অনাস্থা ভেরিফিকেশন করতে গেলেও তা সম্পন্ন করতে পারেনি।
এদিকে আজ দিনহাটায় জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল সহ সভাপতি উদয়ন গুহের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, এবং বৈঠক শেষে অঞ্চল প্রধানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে দিনহাটা ২নং ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার লিখিতভাবে নোটিশ জারি করেন। এ বিষয়ে বর্তমান প্রধান রেহানা সুলতানাকে জানানো হয়, আপনি অধিকাংশ গ্রাম পঞ্চায়েত সদস্যদের আস্থা হারিয়েছেন। আপনাকে ১০ দিনের মধ্যে প্রধান পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের ধারণা, এমনিতেই বিধানসভা নির্বাচনে দিনহাটা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত। তাই আসন্ন বিধানসভা উপনির্বাচনে যাতে করে নতুন ভাবে দলের মধ্যে কোন্দল না সৃষ্টি হয় তার জন্যই আজকের এই নোটিশ।



0 Comments