২১ বছর পর অলিম্পিকে ভারোত্তোলনে রুপো জিতে ভারতীয় হিসেবে ইতিহাসে গড়লেন মীরাবাই চানু

 



এ বারের অলিম্পিকে ভারতের এক মাত্র ভারোত্তোলক হিসেবে যোগ দিয়ে রুপো জিতে ইতিহাসে গড়লেন মীরাবাই চানু। চিনের ঝৌ হৌ মোট ২১০ কিলোগ্রাম ওজন তুলে প্রথম স্থানে দখল করেছেন। চানু তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। ১৯৪ কিলোগ্রাম তুলে তৃতীয় হয়েছেন।


চানু ৮৪ কিলোগ্রাম এবং ৮৭ কিলোগ্রাম সাফল্যের সঙ্গে তুলছিলেন কিন্তু এর পরে ৮৯ কিলোগ্রাম তুলতে ব্যর্থ হন। এই কারণেই তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন। অন্য দিকে চিনের ঝৌ হৌ ৯৪ কিলোগ্রাম তুলে অলিম্পিক রেকর্ড তৈরি করেন।


চানুর এই সাফল্যে গর্বিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ভারোত্তোলনে রুপো জেতার জন্য তাঁকে শুভেচ্ছা। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে”।


প্রসঙ্গত, ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলে চানু। কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে একটি রুপো এবং একটি সোনা পেয়েছিলেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। তার পর থেকেই অলিম্পিকে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। চানু দেখিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা করে ভুল কিছু করেননি বিশেষজ্ঞরা। তাঁর হাত ধরেই তো এ বার অলিম্পিকে পদকের যাত্রা শুরু করল ভারত।

Post a Comment

0 Comments