নিজস্ব সংবাদ প্রতিনিধি, নাজিম আখতার, মালদা,২৩ জুলাই:
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পুরাতন মালদার সদরঘাট এলাকায় মালদা
-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুরাতন মালদা পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দারা।প্রায় আধঘন্টা ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বারবার পৌরসভায় জানিয়েও কোনো ফল হয়নি। তাই বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ সড়কে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ।
পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন আন্দোলনকারিরা।

0 Comments