দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেণির ফলাফল বের করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো এবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষাও।বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা করা হয়েছে। এদিন বিকেল ৪ টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা। মোট ৯টি ওয়েবসাইটে জানান হচ্ছে ফল। তবে পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন শুক্রবার থেকে। ৫২টি ক্যাম্প থেকে মার্কশিট বিতরণ করা হবে এবার।
কোভিড বাড়বাড়ন্তের জেরে এবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই বিশেষ পদ্ধতিতেই হয়েছে মূল্যায়ন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশ করা ফলাফলে দেখা গেল এবার উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার প্রায় সমান। প্রথম দশে রয়েছেন ৮৬ জন পরীক্ষার্থী। কোভিড আবহে এবার যেমন ফল প্রকাশ এক বিশেষ ঘটনা, তেমনি মুর্শিদাবাদের এক কিশোরী ৫০০ মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এবার প্রথম হয়েছেন উচ্চমাধ্যমিকে।
সংসদের সাংবাদিক বৈঠকে জানান হয়েছে, উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন। এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।
এদিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। পরেরদিন অর্থাৎ ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। এদিকে আগামী বছরের জন্য একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আগামী বছর উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা করা হয়নি।
কোভিড বাড়বাড়ন্তের জেরে এবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এবার কোনও মেধাতালিকা প্রকাশ করল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে রেজাল্ট নিয়ে পড়ুয়াদের টেনশনের অভাব নেই। এই অবস্থায় কীভাবে দেখবেন ফল? দেখে নিন ওয়েবসাইটগুলি।

0 Comments