ফর্ম পূরণ করতে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর:  

দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণ করে দেওয়ার নাম‌ করে উপভোক্তাদের কাছ থেকে ২০-৫০ টাকা করে নেওয়ার অভিযোগ শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃনমূল কংগ্রেস।


জানা যায়,মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের অন্তর্গত হরিশচন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্পে আবেদন করতে শিবিরে সকাল থেকে ভিড় জমান স্থানীয় সাধারণ মানুষরা।

কিন্তু সরকারি শিবিরের ভিতরেই ফর্ম পূরণ করে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এমনকি প্রথমে ফর্ম কিনতে হচ্ছে তারপর টাকা দিয়ে সেই ফর্ম পূরণ করতে হচ্ছে। 

এছাড়াও দুয়ারে সরকার শিবিরে ঘোষণা হয়েছে টিকাকরণ করা হবে।  টিকা নিতে আসলেও টিকা না পেয়ে ঘুরে যেতে হয় তাদের। এনিয়ে হরিশ্চন্দ্রপুর স্থানীয় যুব তৃণমূল নেতা জিয়াউর রহমান কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান টিকা থেকে বঞ্চিত মানুষজন ।

যদিও টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল। তাদের দাবি শিবিরের ভিতরে সরকারি আধিকারিকরা রয়েছে তারাই বিনামূল্যে ফর্ম পূরণ করে দিচ্ছেন।

Post a Comment

0 Comments