প্রনব মুখার্জির মৃত্যুবার্ষিকীতে প্রশংসায় মোদী-মনমোহন

 সসংবাদপত্র ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ



প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, তিনি বিভিন্ন বিষয়ে তাঁর পরামর্শ এবং নির্দেশনার উপর অনেকটা নির্ভর করেছেন।তিনি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।মনমোহন সিং তাকে কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেতা হিসাবেও বর্ণনা করেন।নেতৃত্বের দক্ষতা এবং বিভিন্ন সরকারি সিদ্ধান্তের প্রশংসাও করেন তিনি। 


অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অতুলনীয় বুদ্ধিবৃত্তিক ক্ষমতাসম্পূর্ণ  প্রণব মুখোপাধ্যায় জাতির অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রণব মুখোপাধ্যায়কে একজন দূরদর্শী  রাষ্ট্রনায়ক হিসেবে প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি আরও জানান, তাঁর প্রশাসনিক দক্ষতা এবং বুদ্ধিমত্তা ছিল অন্যরকম।

এক বার্তায় তিনি বলেন, 'অতুলনীয় বুদ্ধি ও দক্ষতার  ভারতরত্ন প্রাপক প্রণব মুখোপাধ্যায় জাতির অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।একজন দূরদর্শীরাজনীতিক ব্যক্তিত্ব  শ্রী প্রণব মুখোপাধ্যায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে সম্মানিত এবং প্রশংসিত ছিলেন।' ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়  জাতির গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করেছেন, একথাও জানান প্রধানমন্ত্রী মোদী।

Post a Comment

0 Comments