রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ গোটা পশ্চিমবঙ্গের সাথে সালানপুর ব্লকে পালিত হল প্রতিষ্ঠা দিবস। এদিন সালানপুর তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিতরন করা হয় এবং চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয় প্রায় ৩৫ জন ছাত্র-ছাত্রীরা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমানের হাত দিয়ে দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন এবং তারা বলেন আজ থেকে তারা তৃণমূল ছাত্র পরিষদের হয়ে কাজ করবেন বলে প্রতিজ্ঞা নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের এম.আর.বি.সি মহিলা ফুটবল টিমের হাতে একটি ফুটবল তুলে দেন।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মন্ডল বলেন, ছাত্র যুব সমাজ দেশের ভবিষ্যৎ। ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হচ্ছে ক্রেডিট কার্ড যার মাধ্যমে উচ্চ শিক্ষা সহজে অর্জন করতে পারবে। আমাদের আগামী দিনে একটাই লক্ষ্য কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী আসনে দেখা।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনারপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, তৃণমূল নেতা জয় প্রকাশ সিং, বীর সিংহ সহ আরও অনেকে।

0 Comments