তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন দিনহাটার শুকারুর কুঠিতে




নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল ছাত্র পরিষদের কাছে। প্রতি বছরের ন্যায় এবছরও সারা রাজ্য জুড়ে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র! প্রতিবছর কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর ভাষণ শোনার জন্য রাজ্যের বিভিন্ন কোণা থেকে ছাত্র-ছাত্রীরা গিয়ে ভিড় জমায় কিন্তু এবছর মারণ ভাইরাস করোনার ছোবল থেকে নিজেকে রক্ষার জন্য ভার্চুয়াল সভায় যোগ দিতে হল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের।


দলীয় নির্দেশ মত প্রতিটি ব্লকের ন্যায় দিনহাটা ২ নং ব্লকের প্রত্যেক অঞ্চলে পালন করা হল প্রতিষ্ঠা দিবস। এদিন শুকারুর কুঠি অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা উত্তোলন করেন শুকারুর কুঠি অঞ্চল ইউনিট প্রেসিডেন্ট মোকাদ্দেস ইসলাম(মিলন)। এছাড়াও উপস্থিত ছিলেন শুকারুর কুঠি অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি জায়দুল হক, রবিউল রহমান, রুহুল আমিন সহ স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

Post a Comment

0 Comments