আছড়ায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব নেতা মুকুল উপাধ্যায়

 


আছড়ায় দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব নেতা মুকুল উপাধ্যায়, ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং, আছড়া পঞ্চায়েতের উপ প্রধান হরেরাম তেওয়ারী, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন তেওয়ারী, তৃণমূল নেতা স্বরূপ তেওয়ারী,নেতাজী ক্লাবের সভা পতি তপন রুইদাস সহ আরো অনেকে।

নেতাজি ক্লাবের পরিচালনায় এই দুই দিন ব্যাপী আছড়া ফুটবল ময়দানে প্রতিযোগিতা আয়োজন করা হয়। খেলায় মোট ১৬টি টিম অংশ গ্রহণ করেন। খেলায় প্রথম পুরস্কার রূপে কাপ ও ১৭হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হবে এবং দ্বিতীয় পুরস্কার রূপে কাপ ও ১৩হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হবে।


খেলা প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেলা দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে। তারই ধারাবাহিকতায় আজ আছড়া ফুটবল ময়দানে নেতাজী ক্লাবের পরিচালনায় দু দিন ব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাছাড়া যুবদের খেলার প্রতি আরো আগ্রহশীল করতে সমস্ত ক্লাবের এমন টুর্নামেন্টের আয়োজন করা উচিত। যেভাবে যুব সমাজ মোবাইলের ফোনের জন্য খেলা ধূলো থেকে দূরে সরে গেছে, তাই এই এলাকা আরো ভালো টুর্নামেন্টের আয়োজন করা উচিত।

Post a Comment

0 Comments