রীতা ভট্টাচার্য, কালনা: কালনা মহকুমা আদালতের অনেকটাই ক্ষমতা বৃদ্ধি হল। এই মহকুমার মানুষদের যে মামলাগুলোকে নিয়ে বর্ধমান জেলা আদালতে ছুটতে হতো,সেই মামলাগুলি এখন কালনা মহকুমা আদালতেই হবে। অগ্রিম জামিন শুনবার অধিকার, পসকো, মাদক, বিদ্যুৎ, অ্যান্টি করাপশন সম্বন্ধীয়। খুব শীঘ্রই এই মামলাগুলি বর্ধমান জেলা আদালতের পরিবর্তে কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তীর এজলাসেই হবে। সেই রকমই কলকাতা উচ্চ আদালতের একটি নির্দেশিকা জারি হয়েছে। গত ১৮ অগাস্ট তারিখে কলকাতা উচ্চ আদালতের রেজিস্টার মোহাম্মদ সব্বর রশিদ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে জেলা বিচারপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে উল্লেখিত মামলাগুলি মহকুমা অতিরিক্ত জেলা দায়রা বিচারপতির এজলাসে হবে। জেলা বিচারপতির থেকে কালনা মহকুমা আদালতে সেই নির্দেশ চলে এলেই মামলার কাজ শুরু হয়ে যাবে। চলতি মাসের প্রথম দিকেই ঘোষিত হয় কালনা মহকুমা আদালতে ভার্চুয়াল আদালত শুরু হবে। এক মাসে বিচার সম্বন্ধীয় দু-দটো নির্দেশিকা জারি হাওয়াই খুশি আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা।
কালনা বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির অন্যতম সদস্য পার্থ সারথি কর বলেন, আমাদের পেশার পরিধি বাড়ল। পাশাপাশি বিচারপ্রার্থীদেরও হয়রানি কমল। অর্থ ও সময় তাদের অনেকটাই বাঁচবে।
●কালনা আদালত ও উচ্চ আদালতের নির্দেশিকার ছবি●


0 Comments