পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে বড়সড় রদবদল

 



নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর পানাগড় সফরের আগেই জেলা প্রশাসনে রদবদল। বদলি হলেন বর্তমান জেলাশাসক বিভু গোয়েল তার স্থলাভিষিক্ত হচ্ছেন দুর্গাপুরের  স্পেশাল কমিশনার (জিএসটি)আই এএস অরুণ প্রসাদ। বর্তমান জেলাশাসক বিভু গোয়েল যোগ দেবেন  প্রজেক্ট ডিরেক্টর কেইআইআইপি হিসাবে।অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হিসাবে যোগ দিচ্ছেন সুধীর কুমার নীলকন্ঠম।তিনি এসবি সিকিউরিটি কলকাতার জয়েন্ট সিপি ছিলেন। বর্তমান পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বদলি হচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি (ক্রাইম) হিসাবে।




Post a Comment

0 Comments