জামুড়িয়ার বিজয়নগরে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: বেসরকারি সংস্থার গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার জামুড়িয়া শিল্পাঞ্চলের বিজয়নগর এলাকায়। জানা গেছে এদিন একটি বেসরকারি পরিবহন সংস্থার গাড়ি ধাক্কা মারে একটি কারখানার শ্রমিককে। আর তার জেরেই  মৃত্যু হয় ওই কারখানা শ্রমিকের ৷ স্থানীয় সূত্রে খবর মৃত ওই শ্রমিকের নাম লাড্ডু রুইদাস। বাড়ি জামুড়িয়ায়। আর এ ঘটনার জেরে ওই শিল্প তালাকের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় যুবকেরা। এদিকে বিক্ষোভ চলার সময় এলাকার কিছু দুষ্কৃতী ওই বিক্ষোভরত যুবকদের ওপর ইঁট লাঠি ও পাথর নিয়ে আক্রমণ চালায় বলে বিক্ষোভকারীদের অভিযোগ৷ আর এর পরেই মৃত শ্রমিকের পরিবারের জন্যে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা। যদিও পরে ঘটনাস্থলে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মৃত ওই শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় তারা ৷ কিন্তু ওই বেসরকারি কারখানার পক্ষ থেকে এ ঘটনার প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments