সালানপুর থানার বিভিন্ন জায়গায় অবৈধ কারবারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২

 


রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ি, কল্যানেশ্বরী ফাঁড়ি সহ সালানপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় অর্থাৎ কল্যানেশ্বরী, সামডি, আল কুশা, জিৎপুর সহ একাধিক জায়গায় এডিসিপির এসিপি কুলটি ওমর আলী মোল্লা, সালান পুর থানার ভারপ্রাপ্ত অফিসার পবিত্র কুমার গাঙ্গুলি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডলের যৌথ অভিযানে বিগত কালরাত্রি জিৎপুর বালিঘাট থেকে ৬ হাজার ৪০০ সিএফটি অবৈধ বালি সঙ্গে নারায়ণ মণ্ডল নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া সামডি ও আলকুশা থেকে দু'টি কয়লা ডিপুতে হানা দিয়ে ২০টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। এবং কল্যানেশ্বরী এলাকা থেকে একটি অবৈধ স্ক্রাপ ভর্তি মিনি ট্রাক আটক করা হয়। তাছাড়া শ্রীরামপুর অঞ্চলের অবৈধ দেশি মদের ব্যবসায়ী জিতেন মাহারা নামক ব্যক্তিকে ২০টি দেশি মদের বোতল সহ গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্র থেকে জানা যায় যে, গতকাল রাতের এই অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয় সহ অবৈধ কয়লা, বালি, মদ ও স্ক্রাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশের এই অভিযানে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক নেমে এসেছে।


জানা যায় যে, সাইবার ক্রাইম থেকে শুরু করে এলাকায় চালু থাকা লাগাতর অবৈধ ব্যবসাগুলি বন্ধ করতে নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তাম জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে  অবৈধ ব্যবসা ও সাইবার ক্রাইম বন্ধ করা হল মূল লক্ষ্য।

Post a Comment

0 Comments