রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুলটির চিনাকুড়িতে






রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: গুলিবিদ্ধ রেল কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের কুলটিতে। সূত্রের খবর আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে উদ্ধার হয় ওই রেল কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ। মৃত ওই রেল কর্মীর নাম চন্দ্রদেব পাশওয়ান বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা গিয়েছে চিনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকায় রেলের যে পাওয়ার গ্রিডের রুম রয়েছে তার ভেতর থেকেই উদ্ধার হয় ওই রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে জানা গেছে পুলিশের পক্ষ থেকে মৃত রেল কর্মীর দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। তবে ঠিক কী কারণে ওই রেল কর্মীকে খুন হতে হল তা এখনও জানা যায়নি। পাশাপাশি ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

Post a Comment

0 Comments