দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের রেলপাড় এলাকায়



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের রেলপাড় এলাকায়। জানা গেছে আসানসোল উত্তর থানা এলাকার রেলপার এলাকায় অবস্থিত শান্তি মার্কেটের একটি মোবাইলের দোকানে ঘটে ওই দুঃসাহসিক চুরির ঘটনাটি। 


এদিন ওই মোবাইল দোকানের কর্ণধার মনোজ কুমার যাদব সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানের ছাদ ভাঙ্গা অবস্থায় রয়েছে। খোয়া গেছে প্রচুর দামি মোবাইল ফোন। আর তা দেখেই তিনি খবর দেয় পুলিশকে। এদিকে চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসানসোল উত্তর থানার পুলিশ। 


এদিন ওই মোবাইল দোকানদার বলেন, খোয়া গেছে আনুমানিক ৫ লক্ষ টাকার দামি মোবাইল। যদিও চুরির বিষয়ে ওই দোকানদারদের বক্তব্য এই এলাকায় ৪০ বছরের পর এমন চুরির ঘটনা ঘটল। 


পাশাপাশি তিনি আরও বলেন, যদিও আগে আর জি পার্টির পক্ষ থেকে রাত পাহারা চলত এই এলাকায়। আর তার জন্যেই এতদিন চুরি মতো ঘটনা হতো না এই এলাকায়। তবে কীভাবে এতো বড় চুরি হল,তদন্ত শুরু করেছে উত্তর থানার পুলিশ।

Post a Comment

0 Comments