রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরে রয়েছে আসানসোলের কুলটি বিধানসবার অন্তর্গত চিনাকুড়ি থেকে রাধানগর যাবার রাস্তাটি। আর সেই রাস্তা সংস্কারের কথা প্রশাসনকে বার বার বলেও কোনও লাভ হয়নি। তাই এবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হল এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার ওই এলাকার প্রায় শ'খানেক তৃণমূলের মহিলা ও পুরুষ কর্মীরা সামিল হয় এই পথ অবরোধে।
এদিন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই এলাকার প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পরে রয়েছে। প্রশাসনকে বারবার বলেও আজও সংস্কার হয়নি এই রাস্তাটি। এদিকে রাস্তার বেহাল দশার কারণে নিত্য দিনই এই রাস্তায় ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। আর তাই ওই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন তৃণমূল ঝান্ডা নিয়ে পথ অবরোধে সামিল হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সকাল ৯ টা থাকা প্রায় ১ টা পর্যন্ত চলে এই পথ অবরোধ। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। যদিও এলাকাবাসী সূত্রে খবর ওভারলোডিং ডাম্পারের কারণেই এমন বেহাল দশা এই রাস্তাটির।

0 Comments