অতি বৃষ্টিতে প্লাবিত আসানসোল! দেখা নেই প্রশাসনের




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: ঘূর্ণিঝড় গুলাপের হাত ধরে রাজ্যে সৃষ্টি হয়েছে এক নতুন ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার রাত থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলা গুলিতে। এদিকে বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলা গুলির আবহাওয়ার উন্নতি হলেও তার প্রভাবে অতি ভারী বৃষ্টি চলছে রাজ্যের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও পাশের রাজ্য ঝাড়খণ্ডে। 



বুধবার রাত থেকে অতিভারি বৃষ্টির জেরে কার্যত জলের তলায় শিল্পাঞ্চল আসানসোল। মূল রাস্তা গুলির উপর দিয়ে বইছে জল। কোথাও তা একহাটু আবার কোথাও কোমর সমান। বৃষ্টির জলে জলমগ্ন হয়েছে আসানসোলের গুরুনানক পল্লী রামকৃষ্ণ সরণি, রেলপার, বার্নপুর সহ আসানসোলের বিস্তৃন্ন এলাকা। অসহায় হয়ে পড়েছে ওই সমস্ত এলাকার বাসিন্দারা। জল ঢুকেছে অধিকাংশ গৃহস্থের বাড়িতে। ফলে ক্ষোভ বাড়ছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। 



এদিন এলাকাবাসীদের অভিযোগ অতিভারি বৃষ্টির জেরে আসানসোলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও এখনো দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের। এদিকে আবহাওয়া দপ্তরের এক বার্তায় বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে। ঝাড়খণ্ডে অতিভারি বৃষ্টির কারণে জল ছাড়তে পাড়ে জলধারা গুলি। ফলে তা হলে আরো অবনতি হতে পারে গোটা বিষয়। আর সেই দিকেই নজর রাখছে প্রশাসনের কর্তারা।

Post a Comment

0 Comments