রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: গত বৃহস্পতিবার আসানসোলের কুলটির বরাকরের ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে নাকা চেকিংয়ের সময় আস মোহাম্মদ নামের এক যুবককে আটক করে নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা বরাকর ফাঁড়ির পুলিশ। আর ওই যুবকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ ২৫ টি সেভেন এম এম পিস্তল, ৪৬ টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। আর এর পরেই পুলিশের পক্ষ থেকে ধৃত ওই যুবককে শুক্রবার তোলা হয় আসানসোল জেলা আদালতে। আর তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ধৃত যুবকের পুলিশ হেফাজত চাওয়া হলে, আদালত তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আর এদিকে অস্ত্র উদ্ধার কাণ্ডের তদন্তে শনিবার বরাকরে এল এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের এক বিশেষ দল। জানা গেছে ওই দলে মোট পাঁচ জন ছিলেন। এদিন পাঁচ সদস্যের ওই এসটিএফের দলটি কুলটির বরাকর ফাঁড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাঁচেরে অভিযুক্তকে। পাশাপাশি তারা যান যে জায়গা থেকে অস্ত্র সহ ওই যুবককে আটক করা হয়েছিল সেই স্থানেও। তবে এবিষয়ে এদিন সংবাদ মাধ্যমের কাছে কিছুই মন্তব্য করতে চায়নি এসটিএফের ওই দলটি।

0 Comments