উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত হলো আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির বৈঠক

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: উন্নয়ন নিয়ে শনিবার আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন আসানসোলের সেনরালে রোডের এক গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় উন্নয়ন নিয়ে এই বিশেষ বৈঠক।

 এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ পূর্ত ও পৌরনিগমের ইঞ্জিনিয়াররা। 


জানা গিয়েছে এদিনের বৈঠকে শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি আসানসোলে শহরে নতুন করে চারটে ব্রিজ তৈরি করা হবে। আর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। সূত্রের খবর এই ব্রীজ তৈরির জন্য ইতিমধ্যে জায়গাও চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এদিনের এই বৈঠকে রাস্তা নির্মাণের জন্য আলোচনা করা হয়েছে।

Post a Comment

0 Comments