দিনহাটা সহ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৩০ শে অক্টোবর




৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঠিক একমাস পর আবার রাজ্যে হতে চলছে উপনির্বাচন। অর্থাৎ আগামী ৩০ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলছে দিনহাটা সহ উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, ও নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন। 


কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই চার কেন্দ্রেই ভোট হবে আগামী ৩০ অক্টোবর। অর্থাৎ ভবানীপুরে ভোট গ্রহণের ঠিক একমাস পরেই। এই চার কেন্দ্রে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। আর গণনা হবে ২ নভেম্বর। আর কমিশনকে ৫ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এদিন বাংলায় ৪টি  বিধানসভা আসনের পাশাপাশি দেশের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনিূর্চানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  

Post a Comment

0 Comments