৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঠিক একমাস পর আবার রাজ্যে হতে চলছে উপনির্বাচন। অর্থাৎ আগামী ৩০ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলছে দিনহাটা সহ উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, ও নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন।
কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই চার কেন্দ্রেই ভোট হবে আগামী ৩০ অক্টোবর। অর্থাৎ ভবানীপুরে ভোট গ্রহণের ঠিক একমাস পরেই। এই চার কেন্দ্রে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। আর গণনা হবে ২ নভেম্বর। আর কমিশনকে ৫ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এদিন বাংলায় ৪টি বিধানসভা আসনের পাশাপাশি দেশের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনিূর্চানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

0 Comments