রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আর দুই দিন পরেই বিধানসভা উপনির্বাচন হতে চলেছে ভবানীপুরে। আর সেই উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী হয়ে লড়ছে তৃণমূল কংগ্রেসের টিকিটে। আর সেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় লাভের কামনায় আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরের পাশে মহা কালেস্বর শিব মন্দিরে যজ্ঞ করল শাসক দল তৃণমূল কংগ্রেস।
সোমবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই যঙ্গ। পাশাপাশি পুজো দেওয়া হয় ওই মন্দিরে। এদিনের এই যঙ্গ ও পুজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, তৃণমূল নেতা উৎপল সিনহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে এদিনের যঙ্গ ও পুজোর মাধ্যমে উপ নির্বাচনে মমতা ব্যানার্জির বিজয় কামনা করা হয়েছে। এর পাশাপাশি মমতা ব্যানার্জির সুস্থতার জন্য আরোগ্য কামনা করেছে তৃণমূল কর্মীরা।

0 Comments